শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাম্প্রদায়িক হামলার মূলে রাজনৈতিক উদ্দেশ্য

গোলটেবিল আলোচনায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক হামলার পেছনে আমাদের দেশের অনেকেই একটি ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে থাকেন। তবে প্রকৃতপক্ষে উপমহাদেশে এ ধরনের যত ঘটনা রয়েছে, তার মূলে রাজনীতি। একাত্তরের পরাজিত শক্তি শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই বারবার সাম্প্রদায়িক হামলার মতো নোংরা খেলায় মেতে উঠছে। গতকাল ‘গৌরব ৭১’ নামে একটি সংগঠন আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয় রাজধানীর সিরডাপ মিলনায়তনে। সংগঠনের সভাপতি এস এম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফ এম শহীনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মুহাম্মদ সামাদ, সাবেক আইজিপি শহীদুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি কাজল দেবনাথ, শহীদ বুদ্ধিজীবী সন্তান ডা. নুজহাত চৌধুরী, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। মাহবুব-উল আলম হানিফ বলেন, বাঙালি জাতির একটি সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য আছে, হাজার বছরের একটি অতীত আছে। গ্রাম বাংলায় পল্লীগীতি, জারি-সারি, ভাটিয়ালি গান ছিল। কিন্তু বর্তমানে এসবের জায়গা দখল করে নিয়েছে ধর্মীয় ওয়াজ মাহফিল। এসব ধর্মীয় নেতাদের অধিকাংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিশেষ একটি মহলের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তিনি বলেন, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ধর্মীয় শিক্ষাকে এসব সাম্প্রদায়িক ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করে থাকেন। তবে ইতিহাস কিন্তু তা বলে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর