শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

করোনায় মৃত্যু শুধু ঢাকা-চট্টগ্রামে

নতুন শনাক্ত ২৯৪, মৃত্যু ৬

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছেন। বাকি ছয় বিভাগে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে দেশে ১৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৯৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.৫০ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন। প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৮৪৭ জন। গত  ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে তিনজন ছিলেন পুরুষ ও তিনজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। পাঁচজনের বয়স ছিল ৫১ থেকে ৮০ বছরের মধ্যে। একজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল যথাক্রমে রংপুর বিভাগে ২.৬১ শতাংশ, সিলেট বিভাগে ২.২৪ শতাংশ, খুলনা বিভাগে ১.৬৪ শতাংশ, ঢাকা বিভাগে ১.৬৩ শতাংশ, রাজশাহী বিভাগে ১.৩৫ শতাংশ ও চট্টগ্রাম বিভাগে ১ শতাংশ। বরিশাল বিভাগে ২৩০ জনের ও ময়মনসিংহ বিভাগে ২২৯ জনের নমুনা পরীক্ষায় কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর