শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি মানসিকভাবে শক্ত রয়েছেন। তরল খাবারের পাশাপাশি ভাতসহ নরম খাবারও খাচ্ছেন। এদিকে গতকাল রাত ৮টা পর্যন্ত বায়োপসির নমুনার ফলাফল চিকিৎসকদের হাতে আসেনি বলে জানা গেছে। দলের ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রাত ৮টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে জানান, অস্ত্রোপচারের পর বায়োপসি করতে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার ফলাফল আজ (বৃহস্পতিবার) পাওয়ার কথা ছিল। কিন্তু এখনো সেটি আমরা হাতে পাইনি। বায়োপসির এই ফলাফল থেকে প্রাথমিক ধারণা পাওয়া যাবে বেগম জিয়া কেন বারবার অসুস্থ হচ্ছেন। আরও নিশ্চিত হতে নমুনাটি দেশে ও দেশের বাইরের কয়েকটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, খালেদা জিয়ার প্রেসার ও পালস স্বাভাবিক আছে। ইনসুলিন দিয়ে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। বৃহস্পতিবারও খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন। তিনি তরল খাবারের পাশাপাশি ভাতসহ নরম খাবার খাচ্ছেন। মানসিকভাবে শক্ত বেগম জিয়া তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর