রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এআইইউবিতে আন্তর্জাতিক বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

এআইইউবিতে আন্তর্জাতিক বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সম্মেলন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) দ্বিতীয়বারের মতো হয়ে গেল এআইইউবি আন্তর্জাতিক বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সম্মেলন (এআইসিবিএম)। ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আয়োজনে শুক্রবার শুরু হওয়া দুদিনব্যাপী সম্মেলন গতকাল শেষ হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘আন্তর্জাতিক বাণিজ্যে দৃষ্টান্তমূলক পরিবর্তন’। সম্মেলনের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। গতকাল অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হওয়া এ সম্মেলন চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। সম্মেলনের শেষ দিনে গতকাল প্রধান অতিথি ছিলেন ফিলিপাইনের অ্যাঞ্জেল্স ইউনিভার্সিটি ফাউন্ডেশন কলেজ অব বিজনেজ অ্যান্ড একাউন্টেন্সি অধ্যাপক ও ডিন ড. চেরি সি ইয়াতারালদে। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য  দেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান। বক্তব্য রাখেন এআইইউবির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. চার্লস ভিলানুয়েভা, এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. নিসার আহমেদ, বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ফারহিন হাসান প্রমুখ। এর আগে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন এআইইউবি’র উপাচার্য ড. কারমেন জেড লামাগনা। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবু তাহের, ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. লাভি রাজগুপ্ত, আইবিএ’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেন ও গ্র্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আযমান। আন্তর্জাতিক এ সম্মেলন উপলক্ষে শতাধিক গবেষণাপত্র জমা দেন গবেষকরা। চূড়ান্ত পর্যায়ে ১৩টি সেশনের মাধ্যমে দুদিনে ৫৫টি পেপার উপস্থাপন করেন গবেষকরা। এসময় আন্তর্জাতিক ব্যবসা খাতে ক্রমবর্ধমান চাহিদা ও নিত্যনতুন কলা- কৌশল ও চ্যালেঞ্জ তুলে ধরেন তারা। এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান বলেন, বৈশ্বিক ব্যবসার ধরনে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের সঙ্গে আমাদের নিজেদের খাপ খাইয়ে নিতে হবে।  করোনার কারণে সশরীরে না হলেও ভার্চুয়াল মাধ্যমে এআইইউবি এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের নানা সেশন, আলোচনা আমাদের সমৃদ্ধ করেছে। ২০২৩ সালে তৃতীয় আন্তর্জাতিক বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সম্মেলনে অতিথিদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি। মার্কেটিং, ই-কমার্স, ম্যানেজমেন্ট ও এইচআরএম, অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), ফিন্যান্স, একাউন্টিং ও অর্থনীতির উপর গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর