সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাজার কারসাজির নেপথ্যে স্লিপ বাণিজ্য

চাক্তাই খাতুনগঞ্জ হালচাল ২

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বাজার কারসাজির নেপথ্যে স্লিপ বাণিজ্য

দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে চলছে রমরমা স্লিপ বাণিজ্য। চাক্তাই-খাতুনগঞ্জের নিয়ন্ত্রণকারীদের তৈরি বিশেষ এ স্লিপের কারণে লাগামহীন হচ্ছে ভোগ্যপণ্যের দাম। চলছে বাজার কারসাজি। কথিত এ স্লিপ কিনে ফতুর হয়েছেন চাক্তাই-খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, চাক্তাই-খাতুনগঞ্জের কয়েকজন নিয়ন্ত্রণ করছেন এ স্লিপ বাণিজ্য।  খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জে স্লিপ ব্যবসা অনেকটা জুয়ার মতো। এটা ব্যবসার নিয়মের মধ্যে কোনোভাবেই পড়ে না। স্লিপ ব্যবসা ব্যবসায়ীদের নিঃস্ব করছে।’ একাধিক ব্যবসায়ী জানান, ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে টোকেন অনেকটা কাগুজে শেয়ারের মতো। পণ্য আমদানি করার পর আমদানিকারক প্রতিষ্ঠান পাইকারদের কাছে ডিও বিক্রি করে লাভের টাকা তুলে নেয়। মধ্যস্বত্বভোগীরা ডিওতে বিভক্ত করে ব্রোকারদের কাছে ওই স্লিপ বিক্রি করে আরেক দফা লাভ করে। এভাবে স্লিপ মধ্যস্বত্বভোগীদের মধ্যে বার বার হাত বদলের ফলে বেড়ে যায় পণ্যের দাম। অনেক ক্ষেত্রে স্লিপ কিনে প্রতারিত হন ব্যবসায়ীরা। জানা গেছে, চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ভোগ্যপণ্য আমদানির পর নগদ টাকার বিনিময়ে ডিও বিক্রি করে দেন মধ্যস্বত্বভোগী দালালদের কাছে। আমদানিকারকদের কাছ থেকে ডিও কেনার পর দালাল চক্রের সদস্যরা তা অসংখ্য স্লিপে বিভক্ত করে। নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়েও কেনা যায় বিশেষ স্লিপ। এভাবে স্লিপ হাতবদল হতে হতে পণ্যের মূল্য বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। এরপর শুরু হয় মধ্যস্বত্বভোগী দালালদের চাল। কথিত এ স্লিপ বাণিজ্যের নেপথ্যে রয়েছেন চট্টগ্রামের বাণিজ্য সংগঠনের নেতৃত্ব দেওয়া এক নেতার পরিবারের কয়েকজনসহ চাক্তাই-খাতুনগঞ্জের কয়েকজন নিয়ন্ত্রণকারী। তাদের সহযোগী দালাল রয়েছে কয়েক শ। সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংকিং সময়ে খাতুনগঞ্জের বাদশা মার্কেট, সোনামিয়া মার্কেট (পোড়াবাড়ী), নবী মার্কেট, ব্যাংক এশিয়া মার্কেট, জাফর মার্কেট ও ইলিয়াস মার্কেট এলাকায় বিকিকিনি হয় স্লিপ।

অনেক মধ্যস্বত্বভোগী ডিও বিপরীতে কয়েক গুণ বেশি স্লিপ বিক্রি করে। এতে অনেকে স্লিপ কেনার পরও পান না কেনা পণ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর