সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ ভাগ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ ভাগ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বরিশালের নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক নামের দুটি সংগঠন। গতকাল নগরীর বিডিএস ক্লাব মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ধারনাপত্র পাঠ করেন মঠবাড়িয়া উপজেলা সাপলেজা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ফাহমিদা মুন্নী। সনাক বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ শাজেদা, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শুভংকর চক্রব্রর্তী, রূপান্তর বরিশালের সমন্বয়কারী রাবেয়া বশরী এবং বিসিসির সংরক্ষিত কাউন্সিল কহিনুর বেগমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য কার্যকরের বিষয়টি ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। ২০২০ সালের মধ্যে এই শর্ত পূরণের অঙ্গীকার করে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নিয়েছিল দলগুলো। দেড় বছর আগে ওই সময়সীমা শেষ হয়ে গেলেও শর্ত পূরণে কারও কোনো তৎপরতা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর