শিরোনাম
সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বেনাপোল হিলি বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ

প্রতিদিন ডেস্ক

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল ৩১ অক্টোবর থেকে ভারতীয় চাল আমদানি বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাল আমদানি করতে পারবেন না ব্যবসায়ীরা। সে অনুযায়ী যশোরের বেনাপোল ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল চাল আমদানি হয়নি।

দেশীয় বাজারে চালের মূল্য বৃদ্ধি রোধ ও আমদানি নিয়ন্ত্রণে সরকার এ বছর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। গত ২৫ আগস্ট ৪০০ আমদানিকারককে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। এর মধ্যে ১৪ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ছিল সিদ্ধ ও ১ লাখ ৯৭ হাজার মেট্রিক টন আতপ চাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর