সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চোখ খুললেও কথা বলছেন না রওশন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ  আইসিইউ-এর বেডে শুয়ে মাঝেমধ্যে চোখ খুলছেন। তবে তিনি কারও ডাকে তেমন সাড়া দিচ্ছেন না, কথাও বলছেন না। টানা ৮০ দিন রওশন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।  রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল সকালে সিএমএইচে যান এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামনুর রশিদ, মরহুম এইচ এম এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক ও এরশাদপুত্র এরিক। কাজী মামুন জানান, ম্যাডাম (রওশন) কথা বলতে পারছেন না। তবে, আমাদের কথা শুনেছেন। আমাদের কথা শুনে উনি কাঁদলেন।

এদিকে এরশাদের বড় ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন আম্মুর ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে কমছে। তিনি বার্ধক্যের কারণে বেশি দুর্বল হয়ে পড়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর