সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সরকারকে সরাসরি চিনি আমদানির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বাজার স্থিতিশীল রাখতে আগামী রোজার আগেই শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি চিনি আমদানি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দেশের চিনি শিল্পে নিয়োজিত অতিরিক্ত জনবল ছাঁটাই করার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং পারভীন হক তালুকদার বৈঠকে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর