সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শিক্ষার মান উন্নত করে গড়তে হবে নিজস্ব কর্মশক্তি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এ অভাব পূরণ করতে শিক্ষার মান উন্নত করতে হবে এবং এর মধ্য দিয়ে নিজস্ব কর্মশক্তি গড়তে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা : বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ রূপরেখা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এতে তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়ন না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জন্য দুরূহ হয়ে পড়বে। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা বৃদ্ধি ও শিল্পের সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর