শিরোনাম
সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রোকেয়ায় সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু ১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মহামারী করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ কমে যাওয়ায় সরকারি নির্দেশনার আলোকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য আগামীকাল খুলে দেওয়া হবে। এ ছাড়া ১১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনে অনলাইনেও ক্লাস-পরীক্ষা চলবে।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ডোজ করোনার টিকা গ্রহণকারী এবং আবাসিক শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট হলে উঠতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সবাইকে সরকার ও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনাসহ মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায়, সাবান-পানি দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর