সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সেই জাপানি মায়ের আবেদনের বিষয়ে আদেশ ১৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

দুই সন্তান নিজের জিম্মায় চেয়ে জাপানি মায়ের আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ঠিক করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আদেশের জন্য এ তারিখ রাখে। আদালতে শিশু দুটির বাবার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। অন্যদিকে মায়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী ইমরান শরীফের কাছ থেকে দুই মেয়েকে ফিরে পেতে গত ১৯ আগস্ট হাই কোর্টে রিট করেন জাপানি নারী এরিকো। ওই দিন রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট দুই শিশুকে হাজির করতে নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর গত ২২ আগস্ট দুই শিশুকে বাবা ইমরানের বারিধারার বাসা থেকে উদ্ধার করে সিআইডি।

পরে আদালতের নির্দেশেই তাদের উইমেন সাপোর্ট সেন্টারে রাখা হয়। এরপর কয়েক দফা শুনানি শেষে আদালত দুই সন্তানকে বাবা ও মায়ের কাছে এক সঙ্গে রাখতে নির্দেশ দেয়। এরপর থেকে তারা একসঙ্গে ছিলেন। তবে তাদের মধ্যে এখন পর্যন্ত মতৈক্য হয়নি। কয়েক দফা শুনানি শেষে হাই কোর্ট এ বিষয়ে চূড়ান্ত রায়ের জন্য দিন রাখল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর