বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু সেতুর নতুন টোল নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো ও ঋণ পরিশোধের জন্য আয় বাড়ানোর লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় শাখার উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া ২০০৮ সালে উদ্বোধনের পর প্রথমবারের মতো মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের টোলও বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে পুনর্নির্ধারিত টোল মোটরসাইকেল ৫০ টাকা, হাল্কা যানবাহন (কার/জিপ) ৫৫০ টাকা, মাইক্রো, পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস (৩১ আসন) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসনের বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক ৫-৮ টন ১ হাজার ২৫০ টাকা, ৮-১১ টনের ট্রাক ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার টাকা, ৪ এক্সেলের বেশি ট্রাক ৩ হাজার হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার টাকা যোগ হবে। ট্রেন বাৎসরিক ১ কোটি টাকা।

মুক্তারপুর (ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী) সেতুর টোলও নতুন করে নির্ধারণ করা হয়েছে। এতে ভ্যান (তিন চাকা/ মোটরসাইকেল ১৫ টাকা, সিএনজি অটোরিকশা তিন চাকার ৩০ টাকা, কার টেম্পো ৫০ টাকা, জিপ/মাইক্রোবাস, পিকআপ ৫০ টাকা, ছোট (৩১ আসন) ১৫০ টাকা, বড় বাস (৩২ আসনের বেশি) ২৫০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা, মাঝারি ট্রাক ৫-৮ টন ২৫০ টাকা, ৮-১১ টনের ট্রাক ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ১ হাজার টাকা, ৪ এক্সেলের বেশি ট্রাক ১ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ৫০০ টাকা যোগ হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর