শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অধিকার পূরণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাহাত্তরের সংবিধানকে বঙ্গবন্ধু ‘জনগণের শাসনতন্ত্র’ বলে অভিহিত করেছেন। শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণই বাহাত্তরের সংবিধানের মূল লক্ষ্য। জনগণের মৌলিক অধিকার পূরণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব। রাজধানীতে গতকাল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ৫০তম সংবিধান দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষাকবচ ’৭২-এর সংবিধান’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বক্তব্য দেন রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, আরমা দত্ত এমপি, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর