শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কুড়িগ্রামে রকমারি গ্রামীণ খেলা

খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম

কুড়িগ্রামে রকমারি গ্রামীণ খেলা

করোনাকালীন ঘরে থাকা পল্লী এলাকার মানুষের বিনোদনের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে রকমারি গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। গ্রামীণ এসব খেলার মধ্যে ছিল বিস্কুট দৌড়, হাঁড়িভাঙা, বালিশ খেলা, সুই সুতা,  সাঁতার, বিবাহিত পুরুষদের জন্য মহিলাদের ছবির কপালে টিপ দেওয়া, চোখ বেঁধে ছেড়ে দেওয়া হাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চড়া, রশি টেনে শক্তির খেলা এবং যেমন খুশি তেমন সাজো। সব বয়সের ৮৮ জন নারী-পুরুষ ১১টি খেলায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে বিভিন্ন খেলায় বিজয়ী ৩৩ জনকে পুরস্কৃত করা হয়। সকাল থেকেই বেশ কৌত‚হল নিয়ে ডাক্তারপাড়া গ্রামে ভিড় জমায় উৎসুক জনতা।  এসব খেলা দেখতে এলাকার সব বয়সী মানুষের অংশ গ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। করোনা থেকে দীর্ঘ সময় ঘরে থেকে স্বস্তি পেতে সবাই মেতে ওঠেন নির্মল আনন্দ আর উচ্ছ্বাসে। এসব খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। খেলাধুলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়েস বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি রেজওয়ানুল হক নুরনবী।  খেলায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি মো. জাফর আলী জেলার প্রত্যন্ত অঞ্চল বা শহরাঞ্চলে এ ধরনের খেলাধুলার আয়োজন করার জন্য তরুণ, যুবকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্‌বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর