শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

৩ কোটি টাকার সোনার পেস্টসহ বিমানের দুই যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৪ কেজি সোনার পেস্টসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে সোনাসহ দেলোয়ার ও রবি মিয়া নামে দুই যাত্রীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা সূত্র জানান, দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০২৪৮ নম্বর ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন সংস্থার কর্মকর্তারা। পরে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশের ওই এয়ারলাইনসে অভিযান চালিয়ে গতকাল বেলা ১১টার দিকে দেলোয়ার ও রবি মিয়া নামে দুই যাত্রীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে লাগেজ স্ক্যানিংসহ তাদের আর্চওয়েতে চেকিং করানো হলে দেলোয়ারের লাগেজে ১ হাজার ১০০ গ্রাম ও পায়ুপথে ৮৩৫ গ্রাম পেস্টের মতো সোনা পাওয়া যায়। অন্য যাত্রী রবি মিয়ার পায়ের নিচে অ্যাংলেট দিয়ে আবৃত ২ হাজার ২২০ গ্রাম পেস্টের মতো সোনা পাওয়া যায়। দুই যাত্রীর কাছ থেকে মোট ৪ হাজার ১৫৫ গ্রাম সোনার পেস্ট পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯০ হাজার ৮৫ হাজার টাকা। জানা যায়, আটক ব্যক্তিরা বিমানে দুবাই থেকে সিলেটে অবতরণের পর অভ্যন্তরীণ যাত্রী হিসেবে অন্য একটি ফ্লাইটে উঠেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর