শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

১৫ বছর পর আজ খুলনায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দীর্ঘ ১৫ বছর পর মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলনকে ঘিরে মহানগরজুড়ে সাজ সাজ রব দেখা দিয়েছে। প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে সমগ্র নগরী। এবারের কমিটিতে তরুণরাই নেতৃত্বে আসছেন এমন কথা নেতা-কর্মী, সমর্থকদের মুখে মুখে। খুলনার শহীদ হাদিস পার্কে এ সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং সম্মানিত অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল। এ ছাড়া সম্মেলনে মহানগরীর ৩১টি ওয়ার্ড, পাঁচটি থানা ও জেলার নয়টি উপজেলা, দুটি পৌরসভা থেকে ৪০১ জন কাউন্সিলর ও অসংখ্য নেতা-কর্মী উপস্থিত থাকবেন। সম্মেলনের মাধ্যমে মহানগর ও জেলায় শক্তিশালী কমিটি গঠন হবে। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্‌বায়ক মীর বরকত আলী ও সদস্য সচিব মো. মোতালেব হোসেন গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ বছর পর হতে যাওয়া সম্মেলনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে প্রার্থীরা হচ্ছেন- সাবেক ছাত্রনেতা মীর বরকত আলী ও এম এ নাসিম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হচ্ছেন- ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান রাসেল ও আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়। অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থীরা হচ্ছেন- সাবেক যুবলীগ নেতা মো. মোতালেব হোসেন, সাবেক ছাত্রলীগের নেতা রেজাউল করিম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা বিধান চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা মো. রাসেল ভুলু. সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও আজিজুর রহমান রাসেল। উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে সংগঠনের খুলনা জেলা ও ২০০৬ সালে মহানগর আহ্‌বায়ক কমিটি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর