শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
চট্টগ্রাম ওয়াসা

বাড়ছে পানির দাম বাড়েনি সেবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসা নগরে পানি সরবরাহে বিদ্যমান সেবা কিংবা সেবার মান বাড়ায়নি। কিন্তু ওয়াসা পানির দাম বাড়িয়েছে। নতুন করে চট্টগ্রাম ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়াচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে এ মূল্য কার্যকর হবে।

অভিযোগ আছে, ওয়াসা নগরে এখনো শতভাগ এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি। তাছাড়া বর্তমানে বিদ্যমান সরবরাহ লাইনে কখনো পানি না থাকা, কখনো ময়লাযুক্ত পানি সরবরাহ করা, কখনো সরবরাহ লাইন ফেটে দিনের পর দিন পানি বন্ধ থাকাসহ নানা ভোগান্তি-সংকট অব্যাহত থাকে। ফলে পানি নিয়ে নগরবাসীর ভোগান্তি থেকে যায়। নিশ্চিত হয় না সেবা প্রাপ্তি। তবুও বাড়ছে পানি দাম।  ওয়াসা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পানির দাম বৃদ্ধি করা হয়। ওই সময় আবাসিকে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ছিল ৯ টাকা ৪৫ পয়সা এবং বাণিজ্যিকে ২৬ টাকা ২৫ পয়সা। তখন দাম বৃদ্ধি করে আবাসিকে করা হয় ৯ টাকা ৯২ পয়সা এবং বাণিজ্যিকে করা হয় ২৭ টাকা ৫৬ পয়সা। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে আবারও দাম বৃদ্ধি করে আবাসিক সংযোগে প্রতি ইউনিটের দাম ১২ টাকা ৪০ পয়সা এবং বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়। এর আগে ২০১৯ সালের ৯ আগস্ট পানির দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল চট্টগ্রাম ওয়াসা। কিন্তু মন্ত্রণালয় সে প্রস্তাব অনুমোদন দেয়নি। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার মোট সংযোগ সংখ্যা ৭৭ হাজার ২৬৫টি। এর মধ্যে আবাসিক সংযোগ ৭১ হাজার ৯৯২টি এবং অনাবাসিক সংযোগ ৫ হাজার ২৭৩টি। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুুল্লাহ বলেন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬ এর ২২ (২) ধারা অনুযায়ী পরিচালন ব্যয় বৃদ্ধি পেলে অতিরিক্ত খরচ বহনে বোর্ডের অনুমোদনে পানির দাম প্রতি অর্থবছরে একবার ৫ শতাংশ পর্যন্ত সমন্বয় করার বিধান আছে। সে অনুযায়ী পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মূল্যবৃদ্ধি করা হলে সেবার মানও বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর