শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে : মাওলানা ইসহাক

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নতুন করে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যখন নাভিশ্বাস তখনই ডিজেল ও কেরোসিনের দাম হঠাৎ ২৩ শতাংশ বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে। অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগরী খেলাফত মজলিস আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপত্বি করেন প্রফেসর ডা. রিফাত মালিক। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর