রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
সেমিনারে বিশিষ্টজনেরা

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ প্রয়োজন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দা অনুসৃত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। এসব হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে তারা বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা দেশে সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

গতকাল সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে ‘উগ্রবাদ, মৌলবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা ও সংখ্যালঘু আক্রমণ : মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক’ শীর্ষক এক সেমিনারে তারা এসব কথা বলেন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এর আয়োজক। সেমিনারে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, উগ্রবাদ, মৌলবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা শুধু সংবিধানই নয়, বরং ধর্মের সঙ্গেও সাংঘর্ষিক। এটি কোনো ধর্মই সমর্থন করে না। এ দেশে সাম্প্রদায়িক হামলা নতুন নয়। দেশকে পাকিস্তান-আফগানিস্তান হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে এসব হামলা করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কা হাইকমিশনার ড. সুদর্শন সেনবীরতেœ বলেন, ‘১৯৭১ সালে আমি ভারতে পড়াশোনা করতাম। ভারতে থাকাকালে পাকিস্তানি বাহিনীর অত্যাচারের শিকার বাংলাদেশের মানুষদের ভারতে পালিয়ে আসতে দেখেছি। শরণার্থী শিবিরে তাদের মানবেতর জীবনযাপন আমাকে পীড়া দিত। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের সংবাদে আমি যারপরনাই খুশি হয়েছিলাম।’ তিনি বলেন, ‘আমাদের উচিত অন্যের ধর্মানুভূতি ও সংস্কৃতিকে সম্মান করা। সাম্প্রদায়িক মনমানসিকতা নিয়ে কোনো দেশ এগিয়ে যেতে পারে না।’

সভাপতির বক্তব্যে সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনাগুলোর সমাধান আমাদেরই করতে হবে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কুমিল্লা বা তার পারিপার্শ্বিক কিছু ঘটনায় জড়িত কিছু অপরাধীকে ধরে সাজা দিলেই কিন্তু এ বিষবাষ্প মুছে যাবে না। এসব ঘটনার অন্তরালে লুক্কায়িত ব্যক্তি বা গোষ্ঠী চিহ্নিত করে সে আলোকে ব্যবস্থা নিতে হবে।’

সেমিনারে আরও বক্তব্য দেন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, ধর্ম মন্ত্রণালয়ের খ্রিস্টধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইয়েদ তায়েবুল বাশার, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র অ্যাডভাইজার অধ্যাপক ফরহাদ হোসাইন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর