রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বৈদ্যুতিক ফাঁদে আটকে হাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ধানখেতে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে আটকে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার এসআই রমজান আলী জানান,  সোনাকানিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ময়নাতদন্ত করার পর হাতির মরদেহটি পুঁতে ফেলা হবে।

স্থানীয়রা জানান, প্রায় সময়ই এ গ্রামে বন্য হাতির পাল নামে। হাতির দল চাষাবাদের জমি নষ্ট করে  দেয়। এ আক্রমণ থেকে ধান বাঁচাতে জমির চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘেরাও করে রাখেন স্থানীয়রা। এ ছাড়া জমিতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখেন। শুক্রবার রাতে বন থেকে আসা হাতি ধান নষ্ট করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর