সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্যতিক্রমের ‘পাখি’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

ব্যতিক্রমের ‘পাখি’ মঞ্চস্থ

নাটকের দল ব্যতিক্রম নাট্যগোষ্ঠী শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল দলটির নিয়মিত প্রযোজনার নাটক ‘পাখি’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হয় নাটকটি। মনোজ মিত্র রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন সাইফুল ইসলাম সোহাগ।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সৈয়দা নওশীন ইসলাম দিশা, সাইফুল ইসলাম সোহাগ, মনি, সাজ্জাদ হোসাইন প্রমুখ।

কবি মাহবুব উল আলম চৌধুরী স্মরণ : একুশের প্রথম কবি মাহবুব উল আলম চৌধুরী। সাম্প্রদায়িক দাঙ্গা, ফ্যাসিবাদ, শোষণ, আগ্রাসন ও পশ্চাৎপদতার বিরুদ্ধে তারুণ্যের প্রথম প্রভাতেই নিজের দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন কবি। বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন মাহবুব উল আলম চৌধুরী। গতকাল ৭ নভেম্বর ছিল কবির ৯৪তম জন্মবার্ষিকী। আবৃত্তি ও বক্তৃতানুষ্ঠানের মধ্য দিয়ে কবি মাহবুব উল আলম চৌধুরীকে স্মরণ করেছে বাংলা একাডেমি।

গতকাল বিকালে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে একক বক্তৃতা করেন শিক্ষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে এতে স্বাগত   বক্তৃতা করেন একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান।

অনুষ্ঠানে মাহবুব উল আলম চৌধুরীর  কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর