সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এ মাসে আরও ৩ কোটি ডোজ টিকা দেওয়া যাবে : স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ মাসে আরও ৩ কোটি ডোজ টিকা দেওয়া যাবে বলে আশা করছি। এতে প্রায় ২ কোটি লোক টিকা পেয়ে যেতে পারে। ২১ কোটি টিকা ক্রয় করা হয়েছে। সিরিঞ্জও বিদেশ থেকে কেনা হয়েছে। শিডিউল অনুযায়ী পাওয়া যাচ্ছে। নতুন করে ১২ থেকে ১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। গতকাল দুপুরে গাজীপুরে কাশিমপুরের সুরাবাড়ীর ডিবিএল ফার্মাসিউটিক্যাল কারখানা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 

মন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন দেশেই তৈরির প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করেছে। অন্যান্য ওষুধের মতো ভ্যাকসিনও যাতে বিদেশে রপ্তানি করতে পারি সেই স্বপ্ন আমরা দেখি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের  ডিন প্রফেসর ড. এস এম আবদুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর