সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে ফ্লাইওভারের সেই র‌্যাম্প দিয়ে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটগামী র‌্যাম্পের পিলারে কোনো সমস্যা না থাকায় খুলে দেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়। তবে সর্বোচ্চ ৮ ফিট উচ্চতার এবং হালকা গাড়ি এ র?্যাম্পে চলাচল করতে পারবে। ১২ দিন পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, মেয়রের নির্দেশে গতকাল এ ফ্লাইওভারের বন্ধ থাকা অংশটি খুলে দেওয়া হয়। এর আগে বিভিন্ন সংস্থা একাধিকবার পরিদর্শন শেষে ফ্লাইওভারটি ঝুঁকিমুক্ত বলে ঘোষণা দেয়। তাই ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে। তবে বেশি উচ্চতা এবং ভারী যানবাহন চলাচল করতে পারবে না। এ জন্য বসানো হয়েছে সেফটি গেট। জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের চান্দগাঁওমুখী আরাকান সড়কের সঙ্গে সংযুক্ত র‌্যাম্পটিতে ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তৈরি হয় আতঙ্ক। ওইদিন রাতেই চসিকও সিএমপি যান চলাচল বন্ধ করে দেয়। পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। এর পরদিন নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্সের বিশেষজ্ঞ প্রতিনিধি দলও পরিদর্শন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর