সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ডিজেল, কেরোসিন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন। গতকাল বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশপাশের এলাকায় মিছিল করে আবারও বায়তুল মোকাররমে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারই প্রতিফলন হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়ে চলছে। কোনো কারণ ছাড়াই প্রতি লিটার তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে দিয়ে সরকার সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্নতার পরিচয় দিয়েছে। ইসলামী যুব আন্দোলন     সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, মুফতি দেলাওয়ার হোসাইন সাকি, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি মানসুর আহমাদ সাকি, মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, মাহবুবুল আলম, শেখ মুহাম্মাদ নূর-উন-নবী, আজিজুল হক, মুহাম্মাদ ইলিয়াস হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর