সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাকার শেরপুর সমিতির শিক্ষাবৃত্তি প্রদান

প্রতিদিন ডেস্ক

ঢাকার শেরপুর জেলা সমিতির উদ্যোগে ঢাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। খবর : বাসস।

শনিবার মিরপুর গ্রামীণ ব্যাংক ভবনের অডিটরিয়ামে আয়োজক সংগঠনের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়াল এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবদুস সামাদ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রাব্বানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে ১০৬ জন মেধাবী শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে মোট ৮ লাখ ৪৮ হাজার টাকা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর