সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এক নীতি সব জায়গায় খাটে না : ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

নীতি প্রণয়নের সময় দেশের সুনির্দিষ্ট বাস্তবতা মাথায় রাখা উচিত। অর্থনীতিবিদ ও নীতিপ্রণেতাদের বুঝতে হবে, নীতি সংস্কারের সফলতা নির্ভর করে সংশ্লিষ্ট দেশের পরিপ্রেক্ষিতের ওপর। সেখানকার অনানুষ্ঠানিক নেটওয়ার্ক, সামাজিক রীতিনীতি, আইনকানুন, প্রতিষ্ঠান এসব কিছুই নীতি সফলতার ভিত্তি তৈরি করে। ফলে উন্নত দেশের ভালো নীতি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

গতকাল গুলশানের লেক শোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত জনবক্তৃতায় এসব কথা বলেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। ‘মার্কেটস, মোরালস অ্যান্ড ডেভেলপমেন্ট : রিথিঙ্কিং ইকোনমিকস ফ্রম অ্যা ডেভেলপিং কান্ট্রি পারস্পেকটিভ’ শিরোনামে তিনি এ বক্তৃতা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন। বক্তৃতার একই শিরোনামে ওয়াহিদউদ্দিন মাহমুদের একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। তিনি বলেন, পৃথিবীর সব দেশে নিজের মতো করে উন্নতি করেছে। পশ্চিম ইউরোপ একভাবে সফলতা পেয়েছে। পূর্ব এশিয়া আরেকভাবে। আবার পূর্ব এশিয়ার সব  দেশ যে একইভাবে উন্নতি করেছে, তাও নয়। দক্ষিণ কোরিয়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের হাত ধরে উন্নতি করেছে, তাইওয়ান উঠেছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বদৌলতে। ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তৃতার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান। ভার্চুয়ালি যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর