সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
চাইল্ড হেল্পলাইনে কল

২ হাজার ৬৯৪টি বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

‘বাল্যবিয়ে বন্ধসহ শিশু অধিকার প্রতিষ্ঠায় ইউনিসেফের সহযোগিতায় চালু করা বিনামূল্যের টেলিফোন সেবা ‘চাইল্ড হেল্পলাইনে’ (নম্বর ১০৯৮) ফোন পেয়ে ২ হাজার ৬৯৪টি বাল্যবিয়ে বন্ধ করা গেছে। এই সেবা চালুর পর গত সাড়ে পাঁচ বছরে (জানুয়ারি ২০১৬ থেকে সেপ্টেম্বর ২০২১) এ হেল্পলাইনে মোট কল এসেছে ৫ লাখ ৮৬ হাজার ৩০৭টি। প্রতিদিনের গড় কল ৩২৫টি।’

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আ কা ম সরওয়ার জাহান, আরমা দত্ত এবং শবনম জাহান বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, এই প্রকল্পটি শিশু সুরক্ষা, শিশু অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টোল ফ্রি নম্বরটিতে অনেক কল আসে। বাল্যবিবাহ বন্ধে এটিকে আরও ভালোভাবে কাজে লাগানো যায়। কমিটি মনে করে এই প্রকল্পটি চালিয়ে নেওয়া উচিত। যদি ইউনিসেফ অর্থায়ন না করে তাহলে সরকারি অর্থায়নে এটি চালু রাখা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর