মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জাবিতে ভর্তিযুদ্ধ আজ শুরু প্রতি আসনে প্রার্থী ১৬৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এবছর প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ১৬৩ জন। আজ ও আগামীকাল ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার পর ১১ নভেম্বর ‘এইচ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ১৪ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৫ নভেম্বর ‘এফ’ এবং ‘আই’ ইউনিট ও ১৬ নভেম্বর ‘ই’ এবং ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ১৮ নভেম্বর ‘সি’ ইউনিট এবং পরিবর্তিত সূচি অনুযায়ী ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ২০ ও ২১ নভেম্বর। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে ৯টি ইউনিটের অধীনে ভর্তি আবেদন জমা পড়েছে ৩ লাখ ৮ হাজার ৬০৬টি।

সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন ভর্তিচ্ছু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর