মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অতিরিক্ত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন ত্রাহি অবস্থা তখন জ্বালানি তেলের দাম এবং বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধি করে জনগণের ওপর জুলুম করা হয়েছে বলে মনে করছে খেলাফত মজলিস। সংগঠনের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. জাহাঙ্গীর হোসাইন গতকাল এক বিবৃতিতে বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানান।

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ধর্মঘটের নামে যাত্রীদের জিম্মি করে অন্যায়ভাবে বাস ভাড়া বাড়ানো হয়েছে। তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নতুন করে বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর