বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন অব্যাহত

প্রতিদিন ডেস্ক

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন অব্যাহত

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল নড়াইলে বিক্ষোভ ও মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে নিন্দা, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

মানিকগঞ্জ : দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল দুপুরে ঘিওর উপজেলার  বৈকুণ্ঠপুর কে এ দাখিল মাদরাসা প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বৈকুণ্ঠপুর দাখিল মাদরাসার সুপার মো. সোলায়মান হোসেন, পরিচালক মো. আমজাদ হোসেন, ঘিওর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. আসাদুর রহমান মিঠু। উপস্থিত ছিলেন মো. মহিদুর রহমান, মো. আবদুল হামিদ, মো. আহাদুর রহমান। এ সময় বক্তারা বলেন, সায়েম সোবহান আনভীর শুধু একজন শিল্পপতিই নন, তিনি একজন ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী ও দানবীর। করোনার সময় দেশের লোকজন যখন কর্মহীন হয়ে পড়ে তখন তাদের পাশে এসে দাঁড়ান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। সারা দেশের মতো মানিকগঞ্জেও হাজার হাজার অসহায় কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেন তিনি। এ সময় বক্তারা বসুন্ধরা গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার মূল পরিকল্পনাকারী  হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী ওরফে শারুনকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

নড়াইল : বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আদালত চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কালের কণ্ঠের নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেন, সাংবাদিক সাথী তালুকদার, অশোক কুন্ডুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর