বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
মামলাজট

আটকে আছে ১০ হাজারের বেশি দফতরি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

মামলার কারণে দেশের প্রাইমারি স্কুলগুলোর জন্য দফতরি কাম নৈশপ্রহরীর নিয়োগ আটকে গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, প্রাইমারি স্কুলগুলোর জন্য দফতরি কাম নৈশপ্রহরীর সৃজিত পদ ৩৬ হাজার ৯৮৮টি। এর মধ্যে ২৬ হাজার ৯০৪টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।

কিন্তু মন্ত্রণালয় গঠিত ‘নৈশপ্রহরী কাম পিয়ন নিয়োগ কমিটি’কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট মামলার কারণে ১০ হাজার ৮৪টি পদের নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। সংসদীয় কমিটি দ্রুত মামলা নিষ্পত্তি করতে মন্ত্রণালয়ের লিগ্যাল উইং গঠন ও অসমাপ্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করেছে।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে উপস্থাপিত তথ্য পর্যালোচনা এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।

 প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম, কাজী মনিরুল ইসলাম এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর