বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নূর হোসেন হত্যার বিচার করতে হবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নূর হোসেন হত্যার বিচার করতে হবে : জি এম কাদের

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নূর হোসেন হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, নূর হোসেন হত্যার পোস্ট মর্টেম রিপোর্ট কেন প্রকাশ হলো না, কেন মামলা হলো না দেশের মানুষ জানতে চায়। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাপার গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার প্রমুখ। জি এম কাদের আরও বলেন, ১৯৯১ সালের পর হুসেইন মুহম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা হয়েছে কিন্তু নূর হোসেন হত্যার মামলা হলো না কেন? জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নূর হোসেনকে হত্যা করা হয়েছে। প্রয়াত নূর হোসেনের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, নূর হোসেন বুকে ও পিঠে যে স্লোগান লিখেছিলেন আজ আমরাও সেই স্লোগান দিচ্ছি।

আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা নূর হোসেন হত্যার বিচার চাই। তিনি বলেন, সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না বলেই অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আবার পরিবহন সেক্টরের সঙ্গে নাটকের মাধ্যমে ধর্মঘট ডেকে সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়া যা বাড়িয়েছে তার প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে গণপরিবহনে। কিন্তু দেখার কেউ নেই। অসহনীয় কষ্টে আছে দেশের মানুষ। তেলের দাম বাড়ার সঙ্গে প্রতিটি পণ্যের দাম আরও বেড়ে যাবে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর