শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড যুবলীগ : আমু

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড যুবলীগ : আমু

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় নেতারা -বাংলাদেশ প্রতিদিন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, যুবলীগ বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরার পর তাঁর নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত করা, তাঁকে নিয়ে এগিয়ে যাওয়া, তাঁর সমস্ত কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যুবলীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে যার প্রমাণ গতকাল শহীদ নূর হোসেন দিবস পালিত হলো সেই নূর হোসেন ছিলেন যুবলীগের সদস্য, ফাত্তাহ ছিল যুবলীগের সদস্য, রাজশাহীর চারঘাটের মইনুল ছিল যুবলীগের সদস্য। এ রকম বিভিন্ন জায়গায় ছড়ানো-ছিটানো যুবলীগকর্মী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগকে আরও সুসংগঠিত করে শেখ মণির সুযোগ্য সন্তান শেখ পরশের নেতৃত্বে যুবলীগ এগিয়ে যাবে। গতকাল যুবলীগ কর্তৃক তৃতীয় ধাপে গৃহহীনদের ঘরদান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ ফজলুল হক মণির কর্মচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে যেন চাঁদাবাজ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সম্পৃক্ত কেউ যুবলীগের নেতৃত্বে না আসতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির অবদান ও ত্যাগের কথা স্মরণ করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, আজ যুবসমাজকে শেখ মণিকে জানতে হবে। বঙ্গবন্ধুকে জানতে হবে। আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে সব শহীদের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় ও সকাল ১১টায় শিল্পকলা একাডেমির ৬ নম্বর গ্যালারিতে আলোচনা সভা, তৃতীয় ধাপে আশ্রয় প্রকল্পের উদ্বোধন করা হয়। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ঘরদাতা ও গ্রহীতাদের নামের তালিকা ঘোষণা করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর