শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গোপসাগর থেকে অনেক সম্পদ অর্জন সম্ভব : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমুদ্র অর্থনীতি নিয়ে গবেষণা বাড়ানো প্রয়োজন। গবেষণা বাড়ানো গেলে বাংলাদেশ বঙ্গোপসাগর থেকে অনেক সম্পদ অর্জন করতে সক্ষম হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নীল অর্থনীতি : সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, সুন্দরবন একসময় কক্সবাজার পর্যন্ত বিস্তৃত ছিল। অযত্ন ও পরিকল্পনার অভাবে ছোট হয়ে গেছে। আমাদের সরকারপ্রধানের আগ্রহ সর্বব্যাপী। সাগর নিয়ে বেসরকারি সংগঠনগুলো এগিয়ে এলে সরকার সহযোগিতা করবে। সেভ আওয়ার সি আয়োজিত গোলটেবিল বৈঠকের পৃষ্ঠপোষকতায় ছিল ফাজিতাস ও লুলু শপ। সেভ আওয়ার সির সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোসলেম উদ্দীন মুন্না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর