শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রেল হবে চলাচলের সবচেয়ে বড় মাধ্যম : রেলপথমন্ত্রী

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ট্রেনে মানুষ যাতায়াত করলে বিএনপির বাস ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে না বলে বিএনপি ক্ষমতায় থাকাকালে রেল বিভাগকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সেই মরা রেল বিভাগকে আবারও সতেজ করেছে। দেশের সব রেলস্টেশনকে আধুনিকায়ন করার কাজ শুরু হয়েছে। অচিরেই রেল বিভাগ হবে চলাচলের সবচেয়ে বড় মাধ্যম।

গতকাল ডোমার রেলস্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় সাবেক মন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ডোমার উপজেলা দিয়ে বাংলাদেশ ও ভারতের রেল বিভাগ প্রস্তুত আছে। দুই দেশের মধ্যে শতভাগ ভিসা দেওয়ার কাজ শুরু হলে দ্রুত চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ দিয়ে যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেন চলা শুরু করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর