রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি মুদ্রার এপিঠ-ওপিঠ : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের মানুষ সরকার পরিবর্তনের বদলে রাজনীতির পরিবর্তন চায়। তাই সরকার পরিবর্তনের আন্দোলনে দেশের মানুষ অংশ নিচ্ছে না। সাধারণ মানুষ জানে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও দুঃশাসন আরও বেড়ে যাবে। কারণ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি হচ্ছে অচল মুদ্রার এপিঠ-ওপিঠ। গতকাল পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় আরও বক্তব্য দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, মসিউর রহমান রাঙ্গা, সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। জি এম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ। সাধারণ মানুষ জাতীয় পার্টির দিকে একবুক আশা নিয়ে তাকিয়ে আছে। সাধারণ মানুষের বিশ্বাস আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি দেশে অনেক বেশি সুশাসন দিতে পারবে।

জি এম কাদের বলেন, পল্লীবন্ধু দেশের ৯০ ভাগ মানুষের হৃদয়ের প্রত্যাশা পূরণ করতেই ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। একই সঙ্গে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছিলেন। কিন্তু কেউ যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের অপচেষ্টায় লিপ্ত হয় আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর