সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

৬৫ শতাংশ ডায়াবেটিস রোগী চিকিৎসার বাইরে

নিজস্ব প্রতিবেদক

দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মধ্যে মাত্র ৩৫ শতাংশ চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে রয়েছেন। বাকি ৬৫ শতাংশ রোগী ডায়াবেটিস আক্রান্ত হলেও চিকিৎসা নেন না। ৬২ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে আক্রান্ত। এ পরিস্থিতিতে শঙ্কা বাড়াচ্ছে দেশে ডায়াবেটিস রোগের বিস্তার।

গতকাল বিশ্ব ডায়াবেটিস দিবসে বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং তরুণ গবেষকদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন চিকিৎসকরা। সানোফি বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা এ কে আজাদ খান। বারডেম জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের সাবেক মহাপরিচালক অধ্যাপক জাফর এ লতিফ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। তিনি বলেন, দেশে ১২ দশমিক ৪ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং ১৪ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিস অবস্থায় রয়েছে। ৬২ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্ত রোগীদের মধ্যে মাত্র ৩৫ শতাংশ চিকিৎসা নেন। বাকিরা আক্রান্ত হলেও চিকিৎসা সেবার আওতার বাইরে রয়েছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখার কারণে তারা অন্যান্য জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। অনুষ্ঠানে পাঁচজন গবেষককে এই রোগসংক্রান্ত গবেষণা কাজে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয়।  বিজয়ীদের সংবর্ধনা প্রদানকালে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, গবেষণার জন্য প্রয়োজন সূক্ষè বিশ্লেষণী ক্ষমতা এবং স্বচ্ছ চিন্তাধারা। ছাত্ররা গবেষণায় উৎসাহিত হচ্ছে এটা অনেক আনন্দের বিষয়। মানুষের মাঝে সচেতনতা বাড়ছে কিন্তু এটাকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। কীভাবে বললে মানুষ অনুপ্রাণিত হবে সেই সম্পর্কে আরও ভাবতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর