সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অনলাইনে জুয়ার লেনদেন চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে জুয়ার কারবারের সঙ্গে জড়িত চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- স্বপন মাহমুদ, নাজমুল হক, আসলাম উদ্দিন, মুরশিদ আলম লিপু, শিশির মোল্লা, মাহফুজুর রহমান নবাব, নবাবের স্ত্রী মনিরা আক্তার মিলি, সাদিক ও মাসুম রানা। গত শনিবার মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, তিনটি নগদ এজেন্ট সিম (তিন সিমে ১২ লাখ ৬৮ হাজার ৩৪২ টাকা রয়েছে), একটি ল্যাপটপ, একটি প্রাইভেটকার ও নগদ ৪ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।

তিনি বলেন, বিভিন্ন খেলাকে কেন্দ্র করে গ্রেফতাররা রাশিয়াভিত্তিক বেটিং ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ‘জুয়ার কারবার’ করত। আর লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে নগদের এজেন্ট সিম। গ্রেফতার স্বপনের সিম থেকে প্রতিদিন ৭ থেকে ৮ লাখ টাকা, লিপুর সিম থেকে প্রতিদিন গড়ে ১০ লাখ টাকা এবং নবাবের সিম থেকে প্রতিদিন ৫ থেকে ৬ লাখ টাকা লেনদেন হতো। মেহেরপুরে নগদের কয়েকজন এসআর ও সেখানকার ডিপোর ম্যানেজার তাদের এই কাজের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। বিনিময়ে তারা জুয়ার এজেন্টদের কাছ থেকে প্রতিটি লেনদেনে কমিশন পেত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর