সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সিবিজির সভাপতি-সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রড ও সিমেন্ট ডিলারদের সংগঠন চট্টগ্রাম বিভাগীয় সিমেন্ট আয়রন ডিলার ব্যবসায়ী গ্রুপের (সিবিজি) সভাপতি-সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে সংগঠনের ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংগঠনের টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন মো. তসলিম নামে এক ব্যবসায়ী। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশনা দিয়েছে। মামলার বাদী মো. তসলিম বলেন, ‘সিবিজির সভাপতি-সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশনা দিয়েছেন।’ মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রাম বিভাগের রড এবং সিমেন্ট সাপ্লাই ব্যবসায়ীদের সুসংগঠিত করতে চট্টগ্রাম বিভাগীয় সিমেন্ট আয়রন ডিলার ব্যবসায়ী গ্রুপ (সিবিজি) নামে একটি সংগঠন করা হয়। যাতে সভাপতি করা হয় হারুন আল রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক করা হয় এস এম হোসেন চৌধুরীকে। সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকে তারা নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সভাপতি-সাধারণ সম্পাদক, অর্থ-সম্পাদক শহীদুল আলম এবং সহ- সেক্রেটারি শাহাব উদ্দিন মিলে সংগঠনের অফিস ঠিকানা ব্যবহার না করে সাউথইস্ট ব্যাংকে একটি হিসাব খোলেন। যাতে সরবারহ করা হয় ভুয়া কাগজপত্র। তারা ২০১৭ সালের ৮ মে থেকে ২০২১ সালের ৬ জুন পর্যন্ত সংগঠনের ৪৫ লাখ ৬ হাজার টাকা আত্মসাৎ করে। তাদের জালিয়াতি নজরে আসার পর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সংগঠনের সদস্য মো. তসলিম।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর