সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
সংসদ অধিবেশন শুরু

সাবেক পাঁচ এমপি ও এক মন্ত্রীর মৃত্যুতে শোক

নিজস্ব প্রতিবেদক

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গতকাল বিকাল ৪টায় শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশতম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর  সভাপতিত্বে গতকালের বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। এ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। অধিবেশন শুরু হলে সভাপতিমন্ডলী মনোনয়নের পর সাবেক একজন মন্ত্রী এবং পাঁচজন সংসদ সদস্যের (এমপি) মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। পরে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং সর্বসম্মতভাবে শোক প্রস্তাবটি গৃহীত হয়। যাঁদের নামে শোক প্রস্তাব গৃহীত হয় তাঁদের মধ্যে রয়েছেন- পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত ড. মিজানুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং চতুর্থ জাতীয় সংসদে চট্টগ্রাম-৬ ও দশম জাতীয় সংসদে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে সুনামগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত মো. ফজলুল হক আসপিয়া, তৃতীয় ও চতুর্থ সংসদে পাবনা-২ আসনের এমপি মকবুল হোসেন, দ্বিতীয় সংসদে ময়মনসিংহ-১৭ ও চতুর্থ সংসদে নেত্রকোনা-৪ আসনের আলী ওসমান খান এবং তৃতীয় সংসদে খুলনা-৪ আসনের শেখ সাহিদুর রহমান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পঞ্চদশ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে যে পাঁচজন এমপিকে সংসদের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেন তাঁদের মধ্যে রয়েছেন শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কাজী ফিরোজ রশীদ ও বাসন্তী চাকমা। উপস্থিত সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে তালিকার অগ্রবর্তিতা অনুযায়ী  বৈঠকে সভাপতিত্ব করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর