সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রংপুরে আটতলা থেকে লাফ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে এসএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এক শিক্ষার্থী আট তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সকাল ৭টার দিকে নগরীর কেরানিপাড়ায় সমতা ভবনে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী  ওয়াসিফ রায়হান (১৭) রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ছিল। সে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার  ছেলে। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া রওশনপুরে। তারা ওই ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াসিফ রায়হানের গতকাল এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। সকালে সে ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, ভবন থেকে লাফ দিয়ে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ওয়াসিফ মারা যায়। ওসি জানান, ওয়াসিফের বাবা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহেরের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ৮ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ওয়াসিফ আত্মহত্যা করেছে বলেই ধারণা করা হচ্ছে।

ওয়াসিফের মৃত্যুর খবর নগরীর জিলাস্কুলে পৌঁছলে  শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান বলেন, পরীক্ষা শুরুর আগে ওয়াসিফের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয় বিদারক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর