বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শুধু নারায়ণগঞ্জে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে দুজনের মৃত্যু হয়েছে। উভয়ের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। মৃত দুজনই নারী এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি ৬৩ জেলায় গত এক দিনে করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১.০৩ শতাংশ, যা গত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন। প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯২৮ জন। গত এক দিনে মৃত দুজনেরই বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। শনাক্তের হার ছিল ১ শতাংশ, যা রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগ থেকে কম। মোট নমুনা পরীক্ষার ৭৭ ভাগ হয়েছে ঢাকা বিভাগে। এ সময় সর্বোচ্চ ৪ শতাংশ শনাক্তের হার ছিল রাজশাহী বিভাগে ও সর্বনিম্ন শূন্য দশমিক ২৯ শতাংশ শনাক্তের হার ছিল সিলেট বিভাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর