বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কুমিল্লায় অধ্যক্ষ আফজল খান অধ্যায়ের অবসান

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অধ্যক্ষ আফজল খান অধ্যায়ের অবসান

কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ১৪ দলের সমন্বয়ক, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ আফজল খান গতকাল দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আফজল খানের বড় মেয়ে ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে কুমিল্লার সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।এমপি সীমা জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লার একটি হাসপাতাল থেকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। আফজল খানের বড় ছেলে এফবিসিসিআইর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান জানান, আজ (বুধবার) বেলা ১১টায় নগরীর ঠাকুরপাড়া খানবাড়ি মসজিদের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ জোহর নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্র জানায়, অধ্যক্ষ আফজল খান কুমিল্লার বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তিনি কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সহসভাপতি, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, কুমিল্লা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন পদে যুক্ত ছিলেন। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশ আয়কর বিভাগ কর্তৃক ‘কর বাহাদুর’ উপাধিতেও ভূষিত হয়েছিলেন তিনি। অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলা আওয়ামী লীগ সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক। তারা অধ্যক্ষ আফজল খানের অবদানের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর