বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

১০ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৫৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ১ হাজার ৬৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৭৫৮ জন নিহত হয়েছেন। গত বছর একই সময়ে ১ হাজার ১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১ হাজার ২৬ জন। এ হিসাবে গত ১০ মাসে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৭১ দশমিক ৩৫ শতাংশ। গতকাল গণমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ বছর এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৪ থেকে ৪৫ বছর বয়সী মানুষের সংখ্যা ১ হাজার ৩২৭ জন। এর মধ্যে ৬৬৯ জন শিক্ষার্থী ও ৭২ জন শিক্ষক। মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন ১৫১ পথচারী। তবে মোটরসাইকেল দুর্ঘটনার ১২টি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে  কিশোর-যুবকদের বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো, অতি উচ্চগতির মোটরসাইকেলের সহজলভ্যতা, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা না থাকা, পারিবারিকভাবে সন্তানদের বেপরোয়া আচরণ প্রশ্রয় দেওয়া, রাজনীতির পৃষ্ঠপোষকতায় কিশোর-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর সংস্কৃতি। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, গত ১০ মাসে ২ হাজার ৭৪৯টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

 এর মধ্যে মোটরসাইকেল ১ হাজার ৭১৯টি, বাস ১৯৪টি, ট্রাক ৪৮১টি, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, লরি ১৭২টি, মাইক্রোবাস ও প্রাইভেট কার ৫৬টি, থ্রি হুইলার (ইজিবাইক, অটোরিকশা, অটোভ্যান, নছিমন, ভটভটি, টমটম) ১১৩টি এবং প্যাডেল রিকশা ও বাইসাইকেল ১৪টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর