বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতীয় কাপড় ও মাদকের চোরাচালান খুলনা অঞ্চলে

ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, বাড়ছে অপরাধ প্রবণতা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভারতীয় কাপড় ও মাদকের চোরাচালান খুলনা অঞ্চলে

সীমান্তপথে আসা ভারতীয় কাপড় ও মাদকে সয়লাব হয়ে গেছে খুলনাঞ্চল। বেনাপোল থেকে খুলনা কমিউটার ট্রেন ও সাতক্ষীরা ভোমরা সীমান্ত দিয়ে সড়কপথে ভারতীয় পণ্য ও মাদক আসছে। র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও বিজিবির ব্যাপক অভিযানেও চোরাচালান বন্ধ হচ্ছে না।

জানা যায়, অভিযানের কারণে প্রতিনিয়ত রুট পরিবর্তন করে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, গরম মসলা, প্রসাধনী সামগ্রী মাদকসহ বিভিন্ন মালামাল আনছে চোরাকারবারিরা। এর মধ্যে গতকাল লবণচরা রূপসা নদী থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার ১৭২১ পিস ভারতীয় শাড়ি, ৫২০ পিস ভারতীয় শাল, ৬০ পিস লেহেঙ্গা জব্দ করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে ট্রলারে করে আনা এসব কাপড় জব্দ করা হয়। এর আগে রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুলাল নামে একজন আটক হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন পাচার হয়ে আসা ইয়াবা, ফেনসিডিল উদ্ধার হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে চোরাচালান বন্ধে পুলিশ সক্রিয় থাকলেও এই তৎপরতা বন্ধ হয়নি। তবে কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তারা জানান, একটি চক্র সীমান্তপথে ভারতীয় কাপড় চোরাচালান করেছে। এ চক্রকে গ্রেফতার করার ব্যাপারে কোস্ট গার্ড পশ্চিম জোন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা জানান, ভারতীয় শাড়ি থ্রি-পিস কাশ্মীরি শালসহ নিম্নমানের পণ্যে বাজার ছয়লাব হয়ে গেছে। মাঝেমধ্যে দুই-একজন এজেন্ট ধরা পড়লেও প্রকৃত গডফাদাররা ধরা পড়ছেন না। কম দামে এসব নিম্নমানের পণ্য বাজারে বিক্রি হওয়ায় প্রকৃত ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন। আর মাদকের কারণে খুলনায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এদের রুখতে পুলিশকে আরও সজাগ হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর