বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইউএনএইচসিআরের মালামাল নিয়ে ভাসানচরে নৌবাহিনীর দুই জাহাজ

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসংঘ সংস্থা ইউএনএইচসিআরের ১৩৭.২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ভাসানচর পৌঁছেছে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’। গতকাল দুপুরে রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরের এসব মালামাল ভাসানচরে পৌঁছায়। মালামাল বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যার হাউসে নেওয়া হয়েছে।

ভাসানচরের কর্মকর্তারা জানান, মোট ১১ ধরনের মালামালের মধ্যে আছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ট্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ, জুট ব্যাগ।

এর আগে গত ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।  সমঝোতার পর এবারের মালামাল পৌঁছানোর মাধ্যমে আনুষ্ঠানিক কাজ শুরু করল ইউএনএইচসিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর