শিরোনাম
শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টে নির্মাণ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা সিমেন্টে নির্মাণ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারে গতকাল বসুন্ধরা গ্রুপ, আইএইচআই, এসএমসিসি জেভির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় -বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপ উৎপাদিত পণ্য বসুন্ধরা সিমেন্টে নির্মাণ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু। এ লক্ষ্যে বসুন্ধরা সিমেন্টের সঙ্গে জাপানের দুটি স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান ইশিকাওয়াজিমা-হরিমা হেভি ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড (আইএইচআই) এবং সুমিটোমো মিতসুই কনস্ট্রাকশন কো. লিমিটেড (এসএমসিসি জেভি)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইএইচআই-এসএমসিসির যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ও সহজীকরণ সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করে বসুন্ধরা সিমেন্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে- দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্ট। ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে বসুন্ধরা সিমেন্টকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্প নির্মাণ কাজে ব্যবহার করার যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এই দুটি জাপানি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে আইএইচআই-এসএমসিসি জেভি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার শিনজি কাইফুকু, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ইয়াসুইয়োশি ওয়াতানাবে, লীড কিউএ/কিউসি তানজিল আহমেদ আপন, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার (বিআইডিএল-ড্রেজিং) কমডোর এম খুরশিদ মালিক (অব.), হেড অব ফাইনান্স (ট্রেজারার, সেক্টর বি) নূরে আলম ছিদ্দিকী, এজিএম (কর্পোরেট সেলস) এ কে এম লুৎফুল হক (খসরু) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর