শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
কর্মশালায় বিশেষজ্ঞরা

বরিশাল মহানগরে শব্দদূষণ সহনীয় মাত্রা ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর শব্দদূষণের মারাত্মক ঝুঁকিতে আছে। ইতিমধ্যে শব্দদূষণের সহনীয় মাত্রা অতিক্রম করেছে। শব্দদূষণ যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে মহানগরে শব্দদূষণ মহামারী আকার ধারণ করতে পারে। গতকাল বরিশালে অনুষ্ঠিত পরিবেশ অধিদফতরের এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিমূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও লঞ্চশ্রমিকদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন বরিশাল পরিবেশ অধিদফতরের পরিচালক মো. আবদুল হালিম।

কর্মশালায় জানানো হয়- বরিশাল মহানগরে শব্দদূষণের মাত্রা সর্বোচ্চ ১৩১ ডেসিমল, সর্বনিম্ন ৫৪ ডেসিমল। অথচ শব্দের স্বাভাবিক সহনীয় মাত্রা হচ্ছে ৪০-৪৫ ডেসিমল। অর্থাৎ ইতিমধ্যে স্বাভাবিক সহনীয় মাত্রা অতিক্রম করেছে। কর্মশালায় আরও জানানো হয়- শব্দদূষণ ৬০ ডেসিমল হলে মানুষের সাময়িক বধির ও ১০০ অতিক্রম করলে পুরোপুরি বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরিশালের উপপরিচালক মো. জিয়াউর রহমান বলেন, যানবহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন শব্দদূষণের অন্যতম প্রধান কারণ। বরিশালের শতভাগ পরিবহনে এ হর্ন ব্যবহৃত হচ্ছে। অভিযান চালিয়ে এসব হর্ন জব্দ করা হলেও স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না।

বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. শাজাহান বলেন, সড়কপথে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ বিভাগের অনেক সদস্য শব্দদূষণের বিরূপ প্রতিক্রিয়ায় নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।

প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, দূষণ রোধে আইন প্রয়োগের আগে সচেতনতা সৃষ্টি করা প্রধান কাজ। এরপর অভিযুক্তের বিরুদ্ধে জিরো টলারেন্সে পরিবেশ আইনের প্রয়োগ করতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর