শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১১৬ জন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা ও কূটনৈতিক যোগাযোগের পর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশে রওনা করে। বুধবার তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল সংস্থাটির ট্রাফিকিং অব হিউম্যান বেইংয়ের (টিএইচবি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস থেকে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালানো হচ্ছিল। প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং ১১ জন ত্রিপলির তারিক সিক্কা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর